"সমসাময়িক বাংলাদেশ"
লেখা: আবদুর রহমান
তুমি মানুষ ঠিকই আছো
মনুষ্যত্ব যে নাই।
ফানুস ওড়ানোর নামে
করলে স্বপ্ন পুড়ে ছাই।
আতশবাজি ফুটিয়ে তুমি
করো নতুন দিন উৎযাপন।
বিকট শব্দে জ্ঞান হারিয়ে
সদ্য জন্ম নেয়া শিশুর মরণ।
ইমিগ্রেশনে প্রবাসী ভাইয়ের
আহাজারি কান্না।
বুকিং দেওয়া লাগেজ সর্বত্র
খুঁজেও আর পায়না।
সুশৃঙ্খল দেশ আমার
এই-তো এখন দুর্ভাবনা।
ফাঁসির আসামি কনডেম সেলে-
থেকেও করে নির্বাচনী প্রচারণা।
দুচোখ বেয়ে জল গড়িয়ে যায়
দেখলে ডিজিটাল বাংলাখানা।
মাদক নিরাময় কেন্দ্র নামে
পুরুষ নির্যাতনের কারখানা।
বুলেট ট্রেন চলাচল আলোচনায়
একশো কোটি শেষ।
এইটাই নাকি সাইন্স! আমাদেরই-
সোনার সমসাময়িক বাংলাদেশ।